Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৪ঠা ডিসেম্বর/২০১৫ ‘‘মতলব মুক্ত দিবস’’ এবং ১৬ ডিসেম্বর-২০১৫ ‘‘মহান বিজয় দিবস’’ আনন্দঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২২/১১/২০১৫খ্রি. তারিখ বিকাল ৩.৩০টায় একটি প্রসত্মতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

মতলব দক্ষিণ, চাঁদপুর।

matlabsouth.chandpur.gov.bd

 

স্মারক নং-০০.৪২.১৩৭৬.০০.১৩.০২৫.১৫-     ৫৭১                                                              তারিখঃ ১৫/১১/২০১৫ খ্রি.

 

 

নোটিশ

 

 

 

০৪ঠা ডিসেম্বর/২০১৫ ‘‘মতলব মুক্ত দিবস’’ এবং ১৬ ডিসেম্বর-২০১৫ ‘‘মহান বিজয় দিবস’’ আনন্দঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২২/১১/২০১৫খ্রি. তারিখ বিকাল ৩.৩০টায় একটি প্রসত্মতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

 

উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

 

 

 

 

বিতরণঃ --------------------------------------------

----------------------------------------------------

---------------------------------------------------

 

স্বাক্ষরিত/

(ফারহানা ইসলাম)

উপজেলা নির্বাহী অফিসার

মতলব দক্ষিণ, চাঁদপুর।

ফোনঃ ০৮৪২৬-৫৬০৬০

Email : unomatlab@mopa.gov.bd

 

অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলোঃ

 

১। মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-২। মহোদয়ের সদয় অবগতির জন্য।

২। জেলা প্রশাসক, চাঁদপুর।

৩। পুলিশ সুপার, চাঁদপুর।

৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

৫। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মতলব দক্ষিণ, চাঁদপুর।

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/11/2015